জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের জন্য চিঠি দিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশোধন প্রস্তাবের মাধ্যমে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা-এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার দাবি এনসিপির। এরপর নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রতীকগুলোর যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে আবেদনটি করা হয়েছে।